করোনা আক্রান্তদের প্লাজমা ডোনার সন্ধান দিবে PlasmaLife অ্যাপ!

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

PlasmaLife – Plasma Donation App
করোনা সংক্রমণের কারণে পুরো বিশ্ব এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। আক্রান্তদের মাঝে অনেকেই আবার রয়েছেন মুমুর্ষু অবস্থায় । তাদের জন্য একটা কার্যকরি পদ্ধতি হিসাবে ব্যবহার করা হচ্ছে প্লাজমা থেরাপি । এর মাধ্যমে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যাক্তিদের রক্ত(প্লাজমা) মুমুর্ষুদের দেওয়া হচ্ছে। অনেকে এর ফলে খুব দ্রুতই সেরে উঠছে।

কিন্তু এই প্লাজমা ডোনারদের সাথে আক্রান্তদের যোগাযোগ স্থাপনের নেই কোন কার্যকর মাধ্যম । অনেক স্বেচ্ছাসেবী সংঘটন কিছু ফেইসবুক গ্রুপের মাধ্যমে এই সংকট উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন । তাদের এই প্রচেষ্টা আরও তরান্বিত করতে এবং সাধারণ মানুষের কাছে প্লাজমা ডোনার খোঁজাকে সহজতর করে তুলতে কার্যকারী একটি মোবাইল অ্যাপ হলো – PlasmaLife – Plasma Donation App

☑যেখানে (প্লাজমা/ব্লাড) ডোনার ও রোগীরা পরস্পর যোগাযোগ করতে পারবেন ।
☑গুগুল ম্যাপ হতে নিজের আশে পাশের (প্লাজমা/ব্লাড) ডোনারদের ফোন নাম্বার পেয়ে যাবেন মূহুর্তেই ।
☑করতে পারবেন (প্লাজমা/ব্লাড) এর জন্য রিকুয়েস্ট যেটা নিবন্ধিত (প্লাজমা/ব্লাড) দানকারীর কাছে মুহুর্তেই পৌঁছে যাবে আপনার যোগাযোগের নাম্বার ও ঠিকানাসমেত।
☑ পাশাপাশি থাকছে– ভলান্টিয়ার ডিরেক্টরি , থ্যালাসেমিয়া ডাটাবেস , প্রাইভেট ডিরেক্টরি ইত্যাদি

প্লেটোর ডাউনলোড লিংক : প্লাজমা ডোনেশন অ্যাপ

PlasmaLife – Plasma Donation App
PlasmaLife – Plasma Donation App
ডোনার খোঁজে নিন মাত্র তিন ক্লিকেই ।
#Stay_Home