চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়াল

প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

চট্টগ্রামে একদিনে নতুন ১০৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় জেলায় শনাক্ত করোনা (কভিড-১৯) রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৭৩ জন।

রবিবার ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করা নমুনা পরীক্ষায় এ ফল আসে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৬১৬টি। এর মধ্যে পজিটিভ মিলেছে ১০৬ জনের। এদের মধ্যে নগরীর ৫৫ জন এবং বাকি ৫১ জন বিভিন্ন উপজেলার।

তিনি আরও জানান, বিআইটিআইডি ল্যাবে ২৮৭ নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৪২ জনের। এর মধ্যে ১৪জন চট্টগ্রাম নগরীর এবং ২৮ জন বিভিন্ন উপজেলার।

চমেক ল্যাবে এদিন পরীক্ষা হয়েছে ১৫১টি নমুনা। তার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ৪১ জনই চট্টগ্রাম নগরীর।

রবিবার ১৪৮টি নমুনা পরীক্ষা করে ২০ জনের পজিটিভ পাওয়া গেছে সিভাসু ল্যাবে। পজিটিভ আসা ২০ জনই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩০টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে তিনজনের।