ফের বৈঠকে ভারত-চীন, অনড় অবস্থানে বেইজিং

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

গলওয়ান উপত্যকায় সেনা প্রত্যাহার নিয়ে বৃহস্পতিবার ফের মেজর জেনারেল পর্যায়ের বৈঠকে বসলো ভারত-চীন। গলওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে যে জায়গায় দু’দেশের সেনা সংঘর্ষ হয়েছিল, সেই এলাকাতেই বৈঠক চলছে বলে সেনা সূত্রে খবর মিলেছে।

আনন্দবাজার জানায়, মঙ্গলবার বৈঠকে সমাধানসূত্র মেলেনি বলেই আবারও এই বৈঠকে বসতে হলো। তবে চীন এখনও সেনা সরাতে নারাজ অবস্থানেই অনড় রয়েছে বলে সূত্র জানিয়েছে।

এর আগে সোমবার রাতে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত-চীন সেনা সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। ভারতের এক কর্নেলসহ ২০ জন সেনা জওয়ান নিহত হন। চীনের ৪৩ জন হতাহত বলে ভারতীয় সেনা সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে। তবে চীন হতাহতের কথা স্বীকার করলেও সেই সংখ্যা সঠিক কত, তা এখনও স্পষ্ট করেনি।

এর পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ফের বৈঠক চলছে। ভারতের দাবি, ভারতের দিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। সেই সেনাবাহিনী সরিয়ে নেওয়ার জন্যই দু’পক্ষের মধ্যে এই বৈঠক।