কক্সবাজারে সিইএইচআরডিএফ এর প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

প্রেস বিজ্ঞপ্তি:


কক্সবাজার ভিত্তিক পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও উন্নয়ন বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

দরিয়ানগর সমুদ্র সৈকতে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে যোগ দেন সামাজিক সংগঠন দরিয়ানগর গ্রীণ ভয়েস, প্লাস্টিক ব্যাংক বাংলাদেশ, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস।

সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে ও পরিচালক(ফোরাম ও সার্কেল) আব্দুল মান্নান রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, পরিবেশ সংগঠক আহমদ গিয়াস।

ক্যাম্পেইনে উদ্বোধনী বক্তব্য রাখেন দরিয়ানগর গ্রীণ ভয়েসের সাধারন সম্পাদক আসাদুজ্জামান সায়েম।

বক্তব্য রাখেন প্লাস্টিক ব্যাংক বাংলাদেশ’র সিইও শাকির আলম, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর জেলা সমন্বয়কারী শান্তনুর, সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম এর পরিচালক(প্রোগ্রাম) রুহুল আমিন, উপ-পরিচালক(রিসার্চ ও এডভোকেসী) ইয়াসির আরফাত।

এতে উপস্থিত ছিলেন পরিচালক(জেনারেল এফেয়ার্স) সাঈদ মোহাম্মদ শুভ, উপ-পরিচালক(লিডারশীপ ও কনসালটেন্সি) রমজান আলী, উপ-সহকারী পরিচালক(সোশ্যাল ইনক্লুশন) চন্দন কান্তি দে, সম্পাদক(অর্থ) রেজাউল হায়াত রেজা, সম্পাদক(শিক্ষা) মোহাম্মদ শরীফ, ব্যবস্থাপক(মাইনরিটি ফোরাম) রাকবি বর্ণিক, ক্লাইমেট চেন্জ সেক্রেটারি আপন শর্মা , সহ-ব্যবস্থাপক(পাঠাগার আন্দোলন) সাহাব উদ্দিন প্রমূখ।

এসময় বক্তাগন প্লাস্টিক দূষন রোধে সরকারের পলিসি বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে কর্মকান্ড বৃদ্ধির জন্য আহবান জানান।