গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২ হাজার ৫৪৮

করোনা আপডেট: দেশে মৃত্যু কমেছে ৩০ ভাগ, বর্তমান রোগী ৯৭ হাজার ৬৮২ জন

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৫৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৮৩৬ জন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৭টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৭ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৮৩৬ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ২৩৭ জন আর নারী ৫৯৯ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন এ পর্যন্ত সুস্থ ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বয়স বিভাজনে ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন এবং ৮১-৯০ বছরের ৩ জন, ৯১-১০০ বছরের মধ্যে একজন এবং ১০০ বছরের ওপরে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩২ জন এবং বাড়িতে ৩ জন মারা গেছেন।

ডা. নাসিমা আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহী ১ জন, খুলনায় ৬ জন, সিলেটে ৪ জন, রংপুরে ৪ জন এবং বরিশালে ৩ জন মারা গেছেন।