চোখ থাকতেও কানা- রুদ্র অয়ন

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

অনেক কথা বলার ছিল
হয়নি কখনো বলা,
অনেকের আচরণ দেখে
ধরছে মনে জ্বালা।

সে জ্বালাতেই অস্থির
নয়নে আসেনা ঘুম,
ঘরের বাতি জ্বালবে কে
ঘর যে বড় নিঝুম!

চোরদের দেখি বড় গলা
বাটপার গুণী সাজে,
ভরা কলসের চেয়ে বেশি
ফাঁকা কলসই বাজে।

লোভে মোহে অন্ধ অনেকে
চলে স্বার্থের খেলা,
এ খেলার হবে অবসান
ফুরিয়ে গেলেই বেলা।

সব কিছু কি বোঝে সবাই
যদিও থাকে রে জানা,
অধিক লোক মোহের বশে
চোখ থাকতেও কানা।