জেকেজির চেয়ারম্যান অভিযোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন ডা. সাবরিনা!

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

মহামারী করোনা পরীক্ষার নামে প্রতারণার মামলায় কারাগারে ডা. সাবরিনা আরিফ চৌধুরী নিজেকে জেকেজির চেয়ারম্যান পরিচয় দিলেও ডিবির তদন্তে তা পাওয়া যায়নি। তদন্ত চলাকালেই এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বাতেন।


তিনি বলেন, ডা. সাবরিনা জেকেজির চেয়ারম্যান না হলেও আহ্বায়ক হিসেবে সম্পৃক্ততা পাওয়া গেছে। তার মামলার তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। এ মামলায় আমরা দ্রুত চার্জশিট দিতে পারব।

এদিকে, জেকেজির করোনার পরীক্ষার নামে প্রতারণা মামলায় ডা. সাবরিনার কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে এবং জেকেজিকে অনুমোদন দেয়ার বিষয়ে ইতিমধ্যে কিছু কাগজপত্র চেয়ে ডিবি কার্যালয়ে ডেকে আনা হয়েছে সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও অধিদফতরের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. নাসিমা সুলতানাকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

করোনাকালে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ কয়েকজনকে বদলি করা হয়েছে।

পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ। পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আমিনুল হাসানকে সরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।