দেখা যায়নি চাঁদ, সৌদিতে ঈদের নামাজ পড়বে ৩১ জুলাই

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামী বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে।

এদিকে ৩১ জুলাইয়ের আগের দিন পালিত হবে হজ্ব, এবং ৩১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে। সে হিসেবে আগামী ১ আগস্ট দেশে পালিত হবে কোরবানির ঈদ।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সোমবার জানিয়েছে, এদিন আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি বলে শীর্ষ ধর্মীয় কাউন্সিল সিদ্ধান্ত দিয়েছে, মঙ্গলবার হবে জিলকদ মাসের শেষ দিন। বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস।

জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানা ঈদুল আজহা উদযাপন করে থাকে।

বাংলাদেশে এবার কোরবানির ঈদ কবে হবে- সেই তারিখ নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।