ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০
গ্রেপ্তার হওয়া অঞ্জন দাস। ছবি : সংগৃহীত

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

খুলনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় অঞ্জন দাস (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মোংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক এলাকার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মোংলা পোর্ট আবাসিক কলোনির বাসিন্দা জোবায়ের আবদুল্লাহ গতকাল গভীর রাতে খালিশপুর থানায় অঞ্জন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। অঞ্জন দাস নগরীর খালিশপুর মোংলা পোর্ট আবাসিক এলাকার বাসিন্দা। তিনি ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সম্প্রতি ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদকে ( সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি করার পর গতকাল বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে রাতে মামলা করলে অঞ্জন দাসকে গ্রেপ্তার করা হয়।’

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘অঞ্জন দাসকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।’

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ‘অঞ্জন দাস’ নামের ফেসবুক আইডি থেকে একটি গ্রুপ কমেন্টস বক্সে মহানবী মুহাম্মদকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন অঞ্জন দাস, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় খালিশপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।