ইউনিসেফের বিবৃতি

বন্যায় বাংলাদেশে ১৩ লাখ শিশুর জীবন ঝুঁকিতে

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

ইউনিসেফের এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে বন্যায় ২৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে ১৩ লাখ শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় বন্যাদুর্গত এলাকায় জরুরি সহায়তা পৌঁছানো প্রয়োজন। করোনাকালে এই খবরটি বাংলাদেশের জন্যে এক অজানা অশনি সংকেত।


গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে সংস্থাটি।

দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জ্যাঁ গফ বলেন, করোনার মতো বৈশ্বিক মহামারির সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়াজনিত ঘটনাবলির কারনেই আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ এশিয়ায় শিশুরা। এই অঞ্চলের শিশুদের জন্য জরুরিভাবে সহায়তা এবং আরও রিসোর্স দরকার।

ইউনিসেফের বিবৃতিতে আরো বলা হয়, সাইক্লোন আম্পানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার থাবা পড়েছে বাংলাদেশে। বন্যায় প্রায় সাড়ে ৫ লাখ পরিবার গৃহহীন হয়ে পড়বে। বিভিন্ন দেশের সরকারের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের সহায়তা করতে বিশেষ প্রক্রিয়া চলমান রয়েছে।