বার্সায়ই থাকবে মেসি, নিশ্চিত করলেন প্রেসিডেন্ট

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধের কারণে বার্সেলোনায় নিজের চুক্তি নবায়ন করবেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গত কয়েকমাস ধরে ক্লাবের সঙ্গে সত্যিই কিছু বিষয়ে মতবিরোধ হয়েছে মেসির। যার ফলে এ গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি একদমই।

তবে ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ অভয় দিয়েছেন, বার্সেলোনা ছেড়ে কোথাও যাবেন না মেসি। নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচও বার্সার জার্সিতেই খেলতে চান মেসি- এমনটাই মন্তব্য করেছেন বার্তেমেউ।

ক্লাবের সঙ্গে মেসির বিরোধের ব্যাপারে তেমন কিছু বলেননি প্রেসিডেন্ট। বার্তেমেউ বলেছেন, ‘আমি এখনই বিস্তারিত কিছু বলবো না। তবে মেসি নিজেই অসংখ্যবার বলেছে, সে তার ফুটবল ক্যারিয়ার বার্সেলোনাতেই শেষ করবে।’

এসময় মেসির বার্সায় থাকার নিশ্চয়তা দিয়ে বার্তেমেউ বলেন, ‘আমরা আপাতত প্রতিযোগিতার কথা ভাবছি এবং বেশ কিছু খেলোয়াড়ের ব্যাপারে আলোচনা চলছে। মেসি এখানেই খেলতে চায় এবং ক্যারিয়ার শেষ করতে চায়। তার এখনও অনেক বছর বাকি এবং আমরা আরও অনেক তার খেলা উপভোগ করতে পারব।’
news