আক্রান্ত এক কোটি ৬৯ লাখ

বিশ্বে করোনায় প্রাণহানি ৬ লাখ ৬২ হাজারের বেশি

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
ছবি-ভোরের কক্সবাজার

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

দু’দিন বিরতির পর, করোনাভাইরাসে আবারও ৫ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে দু’লাখ ৩৮ হাজারের বেশি। ফলে বিশ্বব্যাপী মোট প্রাণহানি ৬ লাখ ৬২ হাজার ছাড়ালো। সংক্রমিত ব্যক্তির সংখ্যা এক কোটি ৬৯ লাখের কাছাকাছি।

একদিনের হিসাবে, সর্বোচ্চ ১২শ’র বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সবমিলিয়ে দেশটিতে কোভিড-১৯ এ মারা গেছে দেড় লাখের বেশি মানুষ।

এদিকে ব্রাজিলেও গেলো ২৪ ঘণ্টায় এক হাজারের মতো মানুষ মারা গেছে। লাতিন দেশটিতে করোনায় মোট প্রাণহানি সাড়ে ৮৮ হাজার।

অবশ্য রোগী শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ভারত। জরিপ অনুসারে, দেশটির ৫৭ ভাগ কোভিড-১৯ পজেটিভ ব্যক্তি বস্তিতে বসবাস করে, আক্রান্ত দেড় লাখের বেশি। মঙ্গলবার রেকর্ড ৭৭৬ জনের মৃত্যু দেখে ভারত। সবমিলিয়ে দেশটিতে ৩৪ হাজার ছাড়ালো প্রাণহানি। একদিনে, ৩৪২ জনের মৃত্যু দেখলো মেক্সিকো।