মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি সাড়ে ৬৬ লাখের কাছাকাছি

বিশ্ব করোনা : মৃত্যু ৬ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ৪ হাজার মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে প্রায় সোয়া দুই লাখ মানুষের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৬ লাখ ৫৬ হাজার ছাড়াল। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি সাড়ে ৬৬ লাখের কাছাকাছি। এদের মধ্যে ১ কোটির ২ লাখের বেশি মানুষ ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৭ লক্ষাধিক।


পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২৮ জুলাই, মঙ্গলবার সকাল সোয়া ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ৬৬ লাখ ৪২ হাজার ২৬৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬ লাখ ৫৬ হাজার ৪৮৮ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৭ লাখ ৫৪ হাজার ২০৯ জন করোনারোগী, যাদের মধ্যে ৬৬ হাজার ৫৭৩ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জনের শরীরে এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে। লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ লাখ ৪৩ হাজার ৪৮০ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এছাড়া ভারতে তৃতীয় সর্বোচ্চ ১৪ লাখ ৮২ হাজার ৫০৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর রাশিয়ায় ৮ লাখ ১৮ হাজার ১২০ জন (চতুর্থ) ও দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ৫২ হাজার ৫২৯ জনের (পঞ্চম) শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো – মেক্সিকো (৩ লাখ ৯৫ হাজার ৪৮৯ জন), পেরু (৩ লাখ ৮৯ হাজার ৭১৭ জন), চিলি (৩ লাখ ৪৭ হাজার ৯২৩ জন), স্পেন (৩ লাখ ২৫ হাজার ৮৬২ জন) ও যুক্তরাজ্য (৩ লাখ ১১১ জন)।

১ লাখ ৫০ হাজার ৪৪৪ জনের মৃত্যু নিয়ে এ হিসেবের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ হাজার ৬৭৯ জন মারা গেছেন। যুক্তরাজ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৫ হাজার ৭৫৯ জন, মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৪৪ হাজার ২২ জন ও ইতালিতে পঞ্চম সর্বোচ্চ ৩৫ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে – ভারত (মৃত্যু ৩৩ হাজার ৪৪৮ জন), ফ্রান্স (মৃত্যু ৩০ হাজার ২০৯ জন), স্পেন (মৃত্যু ২৮ হাজার ৪৩৪ জন), পেরু (মৃত্যু ১৮ হাজার ৪১৮ জন) ও ইরান (মৃত্যু ১৫ হাজার ৯১২ জন)।

এছাড়া রাশিয়ায় ১৩ হাজার ৩৫৪ জন, বেলজিয়ামে ৯ হাজার ৮২১ জন, জার্মানিতে ৯ হাজার ২০৫ জন, চিলিতে ৯ হাজার ১৮৭ জন, কানাডায় ৮ হাজার ৯০১ জন, কলম্বিয়ায় ৮ হাজার ৭৭৭ জন, দক্ষিণ আফ্রিকায় ৭ হাজার ৬৭ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১৪১ জন, পাকিস্তানে ৫ হাজার ৮৪২ জন, সুইডেনে ৫ হাজার ৭০০ জন, তুরস্কে ৫ হাজার ৬৩০ জন, ইকুয়েডরে ৫ হাজার ৫৩২ জন, ইন্দোনেশিয়ায় ৪ হাজার ৮৩৮ জন, মিসরে ৪ হাজার ৬৫২ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, ইরাকে ৪ হাজার ৪৫৮ জন, আর্জেন্টিনায় ৩ হাজার ৫৯ জন, বাংলাদেশে ২ হাজার ৯৬৫ জন, সৌদি আরবে ২ হাজার ৭৬০ জন, বলিভিয়ায় ২ হাজার ৬৪৭ জন ও রোমানিয়ায় ২ হাজার ২০৬ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯ মহামারী।