সাবেক ছাত্রনেতা নজরুল’র চিরবিদায়: জানাযা সম্পন্ন

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

এম ইউ বাহাদুর –

৯০ দশকের ছাত্রনেতা তৎকালিন সময়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার সরকারি কলেজ সাবেক সভাপতি ও পৌর শাখার সাবেক সেক্রেটারি নজরুল ইসলামের প্রথম জানাজার নামাজ কক্সবাজার সদর উপজেলার পশ্চিম হাজি পাড়ায় আজ বিকাল ৩-৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন, মরহুমের শ্যালক নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার, শহর জামায়াতে ইসলামির সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি মমতাজ উদ্দিন বাহারি, অত্র সমাজ কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম আর মাহবুব রহমান, বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ মহসিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান, মহেশখালী উপজেলা জামায়াতের আমীর জাকের হোসেন, সমাজ সেবক হাজি ছৈদয় নুর, বিশিষ্ট শিক্ষাবিদ ড. শফিউল আলম খন্দকার, আবদু রহমান। জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের চাচাত ভাই মাওলানা মামুনুল ইসলাম।

মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা বিকাল সাড়ে ৫টায় নিজ গ্রামের বাড়ি উখিয়া দক্ষিণ পুকুরিয়ায় সম্পন্ন হওয়ার পর তাহাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় আরো উপস্থিত ছিলেন,
ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি কামাল উদ্দিন, কক্সবাজার সরকারি কলেজের সাবেক জিএস এডভোকেট সৈয়দ আলম, ছাত্রশিবিরের সাবেক সভাপতি দরবেশ আলি মুহাম্মদ আরমান,সাবেক জেলা সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ইসলাম মাহমুদ ও শ্রমিকনেত এম ইউ বাহাদুর, প্রমূখ।

প্রসঙ্গঃ উখিয়া উপজেলার দক্ষিণ পুকুরিয়া মাও.আবদুস সালামের পূত্র নজরুল ইসলাম (৪৩) আজ ১৫ জুলাই বেলা ১২.৩০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর ব্যবসা প্রতিষ্টানে ইন্তেকাল করেন,ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন। তিনি বর্তমানে সদর উপজেলার পশ্চিম হাজি পাড়ার বাসিন্দা। তিনি কক্স ন্যাশনাল হাসপাতালের প্রাক্তন ম্যানেজার এবং হাবীব এন্ড ব্রাদার্স এর ম্যানেজার।তিনি একপূত্র ও দু’কন্যার জনক। ব্যক্তি হিসেবে খুবই কর্মঠ ও সাহসী ছিলেন তিনি।

মুহাম্মদ নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।