মানুষের সহানুভূতি পেতে

সাহেদ নিজেও ভূয়া করোনার রিপোর্ট বানিয়েছিলেন!

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান শাহেদ করিম ওরফে মো. শাহেদ নিজের করোনার রিপোর্টও ভুয়া বানিয়েছিলেন।

গত বুধবার (১৫ জুলাই) সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

পরে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিয়ে গেলে তাকে ১০ দিনের রিমান্ড দেওয়া হয়।

ডিবির জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, মানুষের সহানুভূতি পেতে নিজের করোনার রিপোর্টও ভুয়া বানিয়েছিলেন তিনি।

তদন্ত সংশ্নিষ্ট উচ্চপদস্থ এক কর্মকর্তা গণমাধ্যমে জানান, শাহেদ নিজের করোনা আক্রান্ত সনদ নিয়েও জালিয়াতি করেছেন। করোনা আক্রান্ত অন্যের স্যাম্পল নিজের নামে চালিয়ে সনদ নিয়েছেন তিনি। সবার কাছে সহানুভূতি পাওয়া ও রিজেন্টের জালিয়াতি থেকে নিজেকে বাঁচাতে নিজের করোনা আক্রান্ত হওয়া নিয়েও এমন গল্পের ফাঁদ পাতেন তিনি।

উচ্চপদস্থ কর্মকর্তা আরও জানান, শাহেদকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার পর করোনা সনদ নিয়ে এই জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।