অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদের মৃত্যুতে আলিম-দাখিল ব্যাচের শোকপ্রকাশ!

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০
ছবি- মাওলানা আবুল কালাম মুরাদ • ভোরের কক্সবাজার

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

কক্সবাজার সদরের ঝিলংজাস্থ বাংলাবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ অসংখ্য আলেমের উস্তাদ ও বাংলাদেশ বেতার কক্সবাজারের ধর্মীয় আলোচক মাওলানা আবুল কালাম মুরাদ (৫৬) মৃত্যুে গভীর শোকপ্রকাশ করেছেন ছুরতিয়ার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম-১৯ও দালিখ-২৯ ব্যাচ।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন

শুক্রবার (১০ জুলাই) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য যে,অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদ হার্ট এ্যাটাক করলে গত ১ লা জুলাই চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় সুস্থ হলে বাড়িতে নিয়ে আসা হয়।

দুইদিন আগে হঠাৎ আবারো অসুস্থ পড়লে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদ চকরিয়া নামার চিরিঙ্গা মাস্টার পাড়ার বাসিন্দা মরহুম গোলাম আলী সওদাগরের বড় ছেলে। সাংসারিক জীবনে ৩ ছেলে, ১ মেয়ে।

তাঁর মৃত্যুে ছুরতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম-১৯(প্রাক্তন), ফাজিল ১ম বর্ষের ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র হাসান আল মাহমুদ
উক্ত মাদ্রাসার আলিম-১৯ ও দাখিল-২০ ব্যাচের পক্ষ হতে গভীর শোকপ্রকাশ করে বলেন। অধ্যক্ষ মাওলানা অাবুল কালাম মুরাদ ছিলেন একজন সুদক্ষ শ্রদ্ধীয় উস্তাদ,প্রখ্যাত আলেমেদ্বীন, অত্যন্ত সুমিষ্ট ভাষী একজন মুফাসসিরে কোরআন।
জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর এ মৃত্যু অসংখ্য ছাত্র-ছাত্রী একজন পিতৃতুল্য অভিভাবক হারাল। তিনি একজন সুপরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব,বাংলাদেশ বেতার কক্সবাজারের ধর্মীয় আলোচক,চকরিয়া চিরিঙ্গা সোসাইটি শাহী জামে মাসজিদের সাবেক খতিব, চকরিয়া গনেশ্যামবাজার জামে মাসজিদের খতিব ও
চকরিয়া ক্বিরাত সংস্থার সিরিয়র উপদেষ্টা ছিলেন।

মহান আল্লাহ তা’য়ালা হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজন এর প্রতি ধৈর্য ধারণ করার তাওফিক্ব দান করুন। আমিন

মরহুমের নামাজে জানাজা আজ (শুক্রবার) আসরের নামাজের পর নামার চিরিঙ্গা পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে।