এই তো সেই ১৫ই আগষ্ট → তানজিদ

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
print news

এইতো সেই আগষ্ট,
যেটা আমাকে চিনিয়েছে মৃত্যু,
আর দেশ কে চিনিয়েছে যন্ত্রণা।
এটা তো সেই আগষ্ট যেটা আমাকে কাঁদিয়ে,
কাঁদিয়েছে পুরো বাঙালি কে।

এটা সেই আগষ্ট, আমাদের হারাতে হয় একটি বীরের পরিবার, সাথে আমাদের সাহসের প্রতীক কে।
আমরা তো শুভ শোচনা করতে শুরু করতেছিলাম,
কিন্তু এই আগষ্ট তো আমাকে মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে।
এই তো সেই আগষ্ট,যেই আগষ্টে আমার দেশের মানুষ আমাদের বিশ্বাস ভেঙ্গে ছিলো,
করেছিলো স্বপ্ন ছাড়া।

আমাদের এই দিনেই তো হারাতে হয়েছে বঙ্গবন্ধু কে।
যেটা পুরো বাঙালির আশা, এক কথায় সেই তো ছিলো আমাদের সব।

কিন্তু পাকিস্তানি দের হাতে, তাকে তার প্রাণ দিতে হয়,
এদেশের বিশ্বাস ঘাতক দের জন্য।
তিনি তো আমাদের পৃথিবীর সামনে,
মাথা উচু করে দাঁড়াবার পথ সুগম করে দিয়ে ছিলো,
কিন্তু ওরা আমাদের সেই পথ নষ্ট করল দিয়েছে, ভেঙ্গে দিয়েছে আমাদের মেরুদণ্ড, কেঁড়ে নিয়েছে আমাদের প্রাণ।

কিন্তু আমরা এত সহজে হেরে যাবো না,
আমরা আবার শুভ শোচনার ডাক দেবো।
দেশকে আমরা উন্নত করে তুলবো।


আমরা ১৫ই আগষ্টের জন্য শোকাহত।
আমরা শোকাহত বীর পরিবার এবং বীরের জন্য।

সাব্বির শাহারিয়ার তানজিদ
ঈদগড় এ.এম.বি উচ্চ বিদ্যালয়
এসএসসি ব্যাচ-২০২০