কিস্তির টাকা দিতে না পেরে আইসক্রিম বিক্রেতার আত্মহত্যা

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০
print news

ফরিদপুরের বোয়ালমারীতে রবিউল শেখ (৩৩) নামের এক আইসক্রিম ব্যবসায়ী কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ভোরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কামারগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিউল শেখের চাচা মো. আবুল শেখ বাদি হয়ে থানায় একটি ইউডি মামলা করেছেন। মামলা নম্বর ২৫।

থানা সূত্রে জানা যায়, কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে রবিউল শেখের স্ত্রীর সাথে বুধবার রাতে মনোমালিন্য হয় তার। মনোমালিন্যের জের ধরে বৃহস্পতিবার ভোরে গলায় গামছা দিয়ে তার বাড়ির পশ্চিমপাশে একটি আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন গাছে ঝুলন্ত অবস্থায় রবিউলকে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ফরিদপুর মর্গে প্রেরণ করেন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।’