ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামকে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামী হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলামকে খুঁজছে পুলিশ। মঙ্গলবার বিকালে নির্যাতনের শিকার পারভীন বেগম বাদী হয়ে চেয়ারম্যানকে প্রধান আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চেযারম্যানসহ ৩৪ জনকে আসামী করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে চেয়ারম্যান পলাতক রয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো, হাবিবুর রহমান বলেন, এজাহার নামীয় তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। চেয়ারম্যানসহ অপর আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

উল্লেখ্য গত শুক্রবার দুপুরে গরু চুরির অপবাদ দিয়ে মা, মেয়ে ও ছেলেসহ ৫জনকে রশি দিয়ে বেঁধে মারধর করে হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকার কিছু দুর্বৃত্ত। পরে তাদের রাস্তায় ঘুরিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে দ্বিতীয় দফায় পেটায় চেয়ারম্যান মিরানুল ইসলাম। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।