কক্সবাজার সদর মডেল থানার নতুন ওসি মো. খায়রুজ্জামান

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

কক্সবাজার সদর মডেল থানার নতুন ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমান ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান। একই সাথে পদোন্নতি পেয়ে ওসি (তদন্ত) হয়েছেন বর্তমান ওসি (অপারেশন) মাসুম খাঁন। অন্যদিকে নতুন ওসি (অপারেশন) হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশে দায়িত্বরত মিজানুর রহমান। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

“>
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশের এক আদেশের মাধ্যমে তাদের নিযুক্ত করা হয়েছে। গত ১১ আগষ্ট কক্সবাজার সদরের খরুলিয়ায় ভ্রাম্যমান ইয়াবা বিক্রির সময় গণধোলাইয়ের শিকার এক ইয়াবা ব্যবসায়ী থানা হেফাজতে মৃত্যু হওয়ার ঘটনায় ওসি শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে খাইরুজ্জামান ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, মো. খাইরুজামান বেশ কিছু দিন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে (বর্তমান থানা) ইনচার্জের দায়িত্ব পালন করেছিলেন। পরে পদোন্নতি পেয়ে কক্সবাজার সদর মডেল পরিদর্শক (গোয়েন্দা) হন। এরপর পদোন্নতি পেয়ে উখিয়া থানার ওসি (তদন্ত) হন। উখিয়া থেকে বদলী হয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) হন।

সম্প্রতি থানা হাজতে এক আসামীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন শাহজাহান কবির। তাই শূন্য পদে নতুন প্রক্রিয়ায় শাহজাহান কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন মো. খাইরুজ্জামান।

নবনিযুক্ত মাসুম খাঁন জেলা ডিবি পুলিশে বেশ কিছুদিন পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেখান থেকে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) নিযুক্ত হন। বর্তমান ওসি (তদন্ত) খায়রুজ্জামান পূর্ণ ওসি হলে তার স্থলাভিষিক্ত হন মাসুম খাঁন।

অন্যদিকে নবনিযুক্ত ওসি (অপারেশন) মিজানুর রহমান বেশ কিছুদিন রামু থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলী হয়ে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিবি থেকেই তাকে এবার সদর মডেল থানার
ওসি (অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।