কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ খায়রুজ্জামান ও টেকনাফ মডেল থানার ওসি মো. আবুল ফয়সলকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পুলিশের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে তা কোন সূত্রই নিশ্চিত করতে পারেননি।
পরে রাত ১০টার দিকে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন দুই ওসি প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমে'কে নিশ্চিত করেন।
কক্সবাজার সদর থানা ও টেকনাফ থানার প্রত্যাহার হওয়া দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাই সদ্য যোগদান করেছেন।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার প্রত্যাহার হওয়া ওসি মোহাম্মদ খায়রুজ্জামান গণমাধ্যমে'কে জানিয়েছেন, তাকে কক্সবাজার সদর থানা থেকে বদলি করে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশে যুক্ত করা হয়েছে।
তবে কেন তাকে কক্সবাজার সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে পদায়নের মাত্র কয়েকদিনের মধ্যেই প্রত্যাহার করা হল তা তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন।
অপরদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) যুক্ত করা হয়েছে।
সম্পাদক: জাহাঙ্গীর আলম
©Vorercoxsbazar.com