করোনায় ব্রাজিলে মৃত্যু সংখ্যা ছাড়ালো ১ লাখ

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২০
ছবি-ভোরের কক্সবাজার

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

প্রাণঘাতী করোনা ভাইরাসে ব্রাজিলের মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সেইসঙ্গে আক্রান্ত ৩০ লাখ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছে ১ লাখ ৪৭৭ জন, আক্রান্ত ৩০ লাখ ১২ হাজার ৪১২ জন। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।

এছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৯০৫ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৪৯ হাজার ৯৭০ জন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশটির সরকারি হিসেবে যে পরিসংখ্যান বাস্তবে আক্রান্তের সংখ্যা ৬ গুণ বেশি হতে পারে। কেননা দেশটিতে চাহিদা মত পরীক্ষা করা হচ্ছে না।