জবানবন্দি দিতে আদালতে এএসআই নন্দ দুলাল

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে এএসআই নন্দ দুলাল রক্ষিতকে এবার আদালতে তোলা হয়েছে। তিনি মামলার তিন নম্বর আসামি।

আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় তাকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়েছে। আদালতের খাস কামরায় ১৬৪ ধারামতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুরু হয়েছে।

এর আগে রবিবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে মামলার প্রধান আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গত শুক্রবার তৃতীয় দফায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, এএসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয়বারের মতো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুরের আজ শেষ দিন।

গত ৩১ জুলাই অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন।