Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
আমি চিৎকার করে কাঁদতে চাইনা আজ
বুকফাঁটা আর্তনাদে কাঁপাতে চাইনা
এই নষ্ট লোকালয়, আকাশ বাতাস –
আমি গর্জে উঠতে চাইনা আর
কোনো বাধভাঙ্গা বিক্ষুব্ধ শ্লোগানে
আমি আর ভাসাতে চাইনা এই বুক
সেই পুরনো অভিযোগ, অনুযোগ অভিমানে
আমার ক্ষতবিক্ষত হৃদয়ের অলিন্দ নিলয় জুড়ে
নতুন কোন বেদনার ক্ষত নেই,
নেই নতুন কোন দীর্ঘশ্বাস হাহাকার।
দিনের পর দিন আমি দেখেছি
পাণ্ডুর শংকিত সহস্র মুখ, নীরব অশ্রুজল
মিথ্যের বেসাতি সাজানো এই রঙ্গমঞ্চে
অজস্র সাক্ষাৎ শয়তানের মুখে
আমি শুনেছি মানবতার নামে প্রহসন ছল,
আমার সমস্ত অনুভূতি আর অস্তিত্বের
শিরা উপশিরা জুড়ে আজ তাই
কেবলই সীমাহীন নির্লিপ্ততা!
আমার পঞ্চ ইন্দ্রিয় জুড়ে আজ তাই
অসারতার গ্লানি অমানিশার অন্ধকার।