পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে নতুন আপডেট আনছে গুগল ক্রোম

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

ওয়েব ব্রাউজার গুগল ক্রোম নিয়ে আসছে নতুন একটি আপডেট। ওই আপডেট আসলে পাসওয়ার্ড নিয়ে নির্ভার থাকতে পারবেন ব্যবহারকারীরা। ম্যাক ও উইন্ডোজে এই ফিচারটি থাকলেও ছিল না অ্যান্ড্রয়েড ভার্সনে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কয়েক সপ্তাহের মধ্যে পাবেন এই সুযোগ।

টেকরাডার জানিয়েছে, এই ফিচারটি আসলে আর পাসওয়ার্ড ম্যানেজার ঘরানার আলাদা নিরাপত্তা ব্যবস্থার দরকার পড়বে না। ফেইস আইডি কিংবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

যেসব ব্যবহারকারী ক্রেডিট কার্ডে কেনাকাটা করেন, তাদের জন্য এটি বেশ নিরাপদ হবে। প্রথমবার ব্যবহারের সময় ম্যানুয়ালি সব তথ্য দিতে হবে। এরপর বায়োমেট্রিক পদ্ধতিতে কাজ করতে পারবেন।