প্রদীপ’র মিথ্যা মামলায়, সিফাতের জামিন মঞ্জুর

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০
print news

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী সাহেদুল ইসলাম সিফাতের জামিন মঞ্জুর করেছে আদালত।

গতকাল রবিবার টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হলে আজ সোমবার আদেশ দেয়ার কথা জানানো হয়।

রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাতের জামিনের রিভিউ আবেদন করা হয় গেল ৬ই আগষ্ট। টেকনাফ ম্যাজিষ্ট্রেট আদালতে শুনানি শেষে সোমবার আদেশের দিন ঠিক করা হয়।

পুলিশের দায়ের করা মাদক, হত্যা চেষ্টা এবং পুলিশের কাজে বাধা দেয়ার মামলার আসামি সিফাতের মামলা র‌্যাব-কে তদন্ত করতে দেয়ার আবেদন করা হয়েছে।