চেক ডিজঅনার হলেই সাজা হবে না, থাকতে হবে বৈধ চুক্তিপত্র

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

এখন থেকে চেক ডিজঅনার হলেই সাজা হবে না, থাকতে হবে বৈধ চুক্তিপত্র। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এমন রায় দিয়েছেন। যা প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে।

 রায়ে বলা হয়েছে এন আই অ্যাক্টের ৪৩ ধারা অনুযায়ী যে কনসিডারেশনে চেক দেয়া হয়েছিলো তা পুরণ না হলে চেক দাতার কোন দায়বদ্ধতা নেই। আগে চেক ডিজঅনার হলেই চেক দাতার সাজা হতো। চেক গ্রহীতার টাকা পাওয়ার অধিকার দেখা হতো না। কিন্তু এখন থেকে চেকগ্রহীতাকেই প্রমাণ করতে হবে দুজনের মধ্যে চুক্তি পত্র ছিলো।

১৯৭৯ সালে আমেরিকান দূতাবাসের গুলশানে জমি ইজারা সংক্রান্ত মামলায় এ রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত।