সামরাই খাল রক্ষার দাবীতে নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার গণস্বাক্ষর শুরু

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বাঁকখালীর অন্যতম শাখা নদী কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়া রাস্তার পাশদিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ, পুনর্খনন, দখল ও দূষণমুক্ত করার দাবীতে শুক্রবার বেলা ৩ টায় ( ১১ সেপ্টেম্বর) গণস্বাক্ষর অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল’র কেন্দ্রীয় সিনিঃ সহসভাপতি সরওয়ার সাঈদ ও যুগ্ম সম্পাদক ইসলাম মাহমুদ।
বাঁকখালী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক – জাহাঙ্গীর আলম সামস।

সংগঠনের সেক্রেটারি শামসুল আলম শ্রাবণ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
মোহাম্মদ তুহিন, আবদুল হালিম, সোহেল রানা, মুসা হাসমী, অপু ঋষি, দেলোয়ার হোসেন, সাদিয়া ইসলাম।

এসময় বক্তারা বলেন- সামরাই খাল কক্সবাজার শহরের বাকখালী নদীর জরায়ু হিসেবে অবহিত, ঐতিহ্যবাহী এই খাল রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

গণস্বাক্ষর অভিযান কর্মসূচিতে
এলাকাবাসীর পক্ষে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- ফেরদৌস চৌধুরী, মাস্টার ওসমান গণি, জসীম উদ্দিন, নুরুল আমীন, বজন্দ্র মল্লিক, সুধীর মল্লিক, নজির আহমেদ, ছালামত উল্লাহ, আজিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে – ৩দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি সমাপ্তি শেষে জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষর সম্মেলিত স্বারকলিপি প্রদান করা হবে।