সামরাই খাল রক্ষায় নদী পরিব্রাজক দল কক্সবাজার শাখার গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখা সামরাই খাল রক্ষার দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি ২য় দিনের মত অব্যাহত ।

কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়া রাস্তার পাশদিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ, পুনর্খনন, দখল ও দূষণমুক্ত করার দাবীতে আজ ১২ সেপ্টেম্বর বিকালে ৪টায় গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশন শাহাব উদ্দিন সিকদার , বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সিনিঃ সহসভাপতি সারওয়ার সাঈদ ও সিনিঃ যুগ্ম সম্পাদক ইসলাম মাহমুদ,
জেলা সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিয়া
বাঁকখালী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সামস।

সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল আলম শ্রাবণ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মোহাম্মদ তুহিন, আবদুল হালিম, হেলাল উদ্দিন, আবদুল্লাহ আল মামুন জিকু , সৈয়দ ইমরান জুয়েল , দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন সামরাই খাল বাঁকখালী নদীর জরায়ু। ঐতিহ্যবাহী এই খাল রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

বর্তমান সরকার সারাদেশে অবৈধ খাল দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে। আমাদের দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে সামরাই খালকে পূর্বের রূপে ফিরিয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, ৩দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি সমাপ্তি শেষে জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষর সম্মেলিত স্বারকলিপি প্রদান করা হবে।