বাঁকখালী নদীকে হাতিরঝিলে রূপান্তর করা হবে

নদীর নাব্যতা ফিরাতে কঠোর অবস্থানে -কউক চেয়ারম্যান 

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news
প্রেস নিউজ |
কক্সবাজারে বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার আয়োজনে “কক্সবাজার উন্নয়ন পরিকল্পনা ও টেকসই নদী ব্যবস্থাপনা” শীর্ষক আলোচনা সভা ১৩ নভেম্বর শহরের এক অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।
IMG20201113202549
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমেদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মনির হোসেন৷বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার শাখার সভাপতি অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সিনিয়র সহ-সভাপতি সারোয়ার সাঈদ, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, এক্সিকিউটিভ সেক্রেটারি প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক ইসলাম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, শিক্ষাবিদ নাসির উদ্দিন, অ্যাডভোকেট রমিজ আহমেদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোঃ মজিবুল, অধ্যাপক মোঃ একাব্বর হোসেন, কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দীন সিকদার, সাংবাদিক আবদুল আলীম নোবেল, জেলা সাধারণ সম্পাদক শামসুল আলম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া প্রমুখ ৷আলোচনা সভায় কক্সবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে কক্সবাজার জেলার সকল নদী ও জলাধার রক্ষার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এছাড়া বর্তমান বাকঁখালী নদী রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারি করেন কউক চেয়ারম্যান। বাকঁখালী নদী সহ জেলার সকল সকল নদীর অবৈধ দখলদারকে যে কোন মুল্যে উচ্ছেদ করা হবে বলে আশ্বাস প্রদান করেন কউক চেয়ারম্যান।IMG20201113185559
প্রকৃতপক্ষে নদী প্রকৃতিকে অবজ্ঞা করে কক্সবাজারের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে জোর দেন ৷ নদী, সমুদ্র ও পাহাড় এ তিনটি কক্সবাজারের অলংকার। নদীর সাথে পাহাড়ের সম্পর্ক তাই কক্সবাজারের নদীকে বাঁচাতে হলে পাহাড়কে অবশ্যই রক্ষা করতে হবে বলে মতামত দেন বক্তারা। বাংলাদেশ নদী পরিব্রাজক দল এর আগামীর যে কোন কর্মকান্ডে সবসময় পাশে থাকার আশ্বাস দেন মাননীয় কউক চেয়ারম্যান মহোদয়।