হোপ হাসপাতালের উদ্যোগে গ্রামীণ গরীব মহিলাদের মাঝে প্রয়োজনীয় ঔষধ বিতরণ

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

নিজস্ব প্রতিবেদক |

সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে গ্রামীণ (১৬নভেম্বর) সোমবার বেলা ১২টায়  অসহায় গরীব দুস্থ মহিলাদের মাঝে হোপ হাসপাতাল কক্সবাজার এর উদ্যোগে, হাসপাতাল পরিচালক সাবেক ভিপি সৈয়দ করিম এর নেতৃত্বে ঝিলংজা ১নং ওয়ার্ডের পূর্ব লারপাড়া এলাকায় দুইশত মহিলাদের মাঝে ভিটামিন, আয়রন,জিংক ট্যাবলেট, ভেসলিন ও মাস্ক বিতরন করা হয়।

উক্ত বিতরণী অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও  কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’র এডমিন শামশুল আলম শ্রাবণ। আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ডাক্তার ও নার্সগণ।

received 420071942339197
ডাক্তার ও নার্সগণ মহিলাদেরকে বিশ্বের বর্তমান মহামারী করোনা ও শীতকালীন সময়ে কিভাবে নিজের ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে এ ব্যাপারে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। সভা শেষে উপস্থিত সকলের মাঝে মেডিসিন ও স্বাস্থ্য উপকরণ বিতরণ সম্পন্ন করেন।

আগামীতে এ কার্যক্রম আরো ব্যাপক ভাবে চালু রাখার ঘোষনা দেন হাসপাতাল কতৃপক্ষ।