এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য ইস্যুর সমাধান: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
print news

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে চলমান রাজনৈতিক সমস্যার সামাধান আগামী এক সপ্তাহের মধ্যে করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। কোনও ধরনের সাম্প্রদায়িকতা নিয়ে বাংলাদেশ সরকার কাজ করে না। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই সমস্যার সুষ্ঠ সমাধান করে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হোসনে আরা ও জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ আরও অনেকে।