ভাসানচরে পৌঁছেছে আরও ১৪৬৪ রোহিঙ্গা

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসাচরে পৌঁছেছে আরও ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গা। চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বাংলাদেশ নৌবাহিনীর রেডি রেসপন্স বার্থ থেকে নৌবাহিনীর একটি জাহাজে করে শনিবার (৩০জানুয়ারি) দুপুরে রোহিঙ্গারা হাতিয়ার ভাসানচরে পৌঁছায়।

নৌবাহিনীর ভাসানচর কন্টিনজেন্ট কমান্ডার ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন |

ভাসানচরে নৌবাহিনীর দায়িত্বরত কমান্ডার মনিরুল হক জানান, ভাসানচর আসার পরপরই প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। এরপর তাদেরকে ওয়্যারহাউজে নিয়ে যাওয়া হয়। সেখানে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে ধারণা দেন নৌবাহিনীর সদস্যরা।

ভাসানচরে দায়িত্বরত এপিবিএন পুলিশের এএসপি রতন দাস গুপ্ত জানান, ভাসানচরে এসে সুন্দর পরিবেশ দেখে আনন্দ প্রকাশ করেছে রোহিঙ্গারা।

শুক্রবার দুপুরে তৃতীয় দফায় ভাসানচরে পা রাখেন ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা। একইভাবে তৃতীয় দফার দ্বিতীয় দিন শনিবারে আরও ১ হাজার ৪৬৪জন রোহিঙ্গা আসার পর ভাসানচরে মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৩জন।

নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা। হাতিয়া উপজেলার ২৫ কিমি পূর্বে সাগরের বুকে ভাসানচর অবস্থিত।