রোহিঙ্গা যুবকের হাতে জাপা নেতা খুন মাটির নিচ থেকে লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

চট্টগ্রামের লোহাগাড়ায় মাটির নিচ থেকে নিখোঁজ জাপা নেতা আনোয়ার হোসেন (৪২)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একমাস পর শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তার নিজস্ব খামারের পাশে মাটির নীচ থেকে লাশ উদ্ধার করা হয়।

আনোয়ার হোসেনকে উদ্ধারে প্রায় একমাস চেষ্টার পর শেষ পর্যন্ত তার লাশটি উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় স্থানীয় আসিফ ও মিয়ানমারের নাগরিক আনছার নামের আনোয়ারের দুজন কর্মচারীকে আটক করে পুলিশ।

আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের আহমদ সওদাগরের ছেলে। তিনি উপজেলার জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি ব্যবসাও করতেন।

জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর বিকালে ব্যাবসায়িক কাজে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ায় তার নিজস্ব খামারে যান আনোয়ার। খামার থেকে রাত ৮টার দিকে বটতলী ফোরকান টাওয়ারের বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন ৩১ ডিসেম্বর সকালে আনোয়ার হোসেনের ছোট ভাই মো. সেলিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Untitled 4 2
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদেরকে জানান, আনোয়ার নিখোঁজের পর গত ২১ জানুয়ারি অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন স্ত্রী নার্গিস আক্তার। মামলার পরে পুলিশ বিভিন্ন সোর্স ও প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ আনোয়ারকে উদ্ধারের চেষ্টা চালায়। সোর্স ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়ে গ্রেফতার করে আসিফ ও আনছার নামের আনোয়ারের দুজন কর্মচারীকে। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব জিতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, ওসি তদন্ত রাশেদুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।