Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
কক্সবাজার পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন আট মহল্লা সমাজের পারিবারিক মিলন মেলা ও মেজবান ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার রাতে বাঁকখালী নদীর তীরে মনোরম পরিবেশে কক্সবাজার কস্তুরা ঘাট ব্রীস সংলগ্ন রিভার ভিউ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনাডম্বর ও ব্যতিক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কমিটির সভাপতি সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম।
মিলনমেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করেছে আট মহল্লা সমাজ কমিটি।
রাত ৯ টা ১ মিনিটে অনুষ্ঠানের ব্যাকড্রপের পাদদেশে ৫০ টি মোমবাতি প্রজ্বলন করে এই শোকাবহ দিনটিকে স্মরণ করেন আট মহল্লা সমাজ কমিটি র নেতৃবৃন্দ।
এসময় সমাজ কমিটির সদস্য বৃন্দ সহ সমাজের মুরুব্বীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য পেশ করেন। বক্তব্য পেশ করেন সমাজ কমিটির সদস্য উপদেষ্টা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এডভোকেট প্রতিভা দাশ, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা নজিবুল হক বাচ্চু, ডা. আবুল বশর, এ কে এম মাহফুজুল হক, এডভোকেট এ কে ফিরোজ আহমেদ, আলী হোসাইন বাবুল, মাহবুবুল আলম, মোহাম্মদ আলমগীর, আবসার করিম সিকদার, সারুয়ার আলম, নাসির উদ্দিন, এডভোকেট রাশেদ, ডাক্তার সলিমুল্লা নবাব, মুরশেদ প্রমুখ।
আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আট মহল্লা সমাজ কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম,পারিবারিক মিলনমেলা ও মেজবান রাত সাড়ে ৮টায় শুরু হয়। এর আগে স্বাধীনতা যুদ্ধ এবং ২৫ মার্চ কালো রাত্রিতে শহিদের আত্মার মাগফিরাত এবং মহল্লা এলাকার প্রয়াত মুরুব্বিগণের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতমের মাধ্যমে দোয়া করেন এতিম কোরানে হাফেজরা।
পরে রাতের ভোজে (স্ব-পরিবেশন-বুফে) অংশ নেন মহল্লাবাসী ও আমন্ত্রিত অতিথিগন।