Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
আবারও দেশে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। এমতাবস্থায় জনস্বাস্থ্যের সুরক্ষা বিবেচনায় প্রথমবারের মত সবকিছু নিয়ন্ত্রণ করতে হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে বৃহস্পতিবার (১ এপ্রিল) এই তথ্য জানান তিনি। পাশপাশি এক্ষেত্রে জনগণের সহায়তাও কামনা করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, করোনা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, কিন্ত গোটা বিশ্বেই এর প্রভাব বেড়েই চলেছে। দেশেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে।
তিনি বলেন, টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে। বিয়ে-পর্যটনসহ নানা কারণে যারা বেশি বেশি ঘুরে বেড়িয়েছেন তারাই করোনা আক্রান্ত হয়েছেন বেশি। মাস্ক পরাসহ, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার কোনো বিকল্প নেই। করোনা সংক্রমণ রোধে সীমিত মানুষ নিয়ে কাজ করার অভ্যাস করতে হবে সবাইকে। মাস্কতো অবশ্যই ব্যবহার করতে হবে।সূত্র-সময় নিউজ।