শ্রমিকের ঘামই সভ্যতার ভিত

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, মে ৬, ২০২১
print news

| সাইফ উল্লাহ


মেহনতি সব্যসাচীদের লোচনে রক্তিম কান্নার সলিল,

তাহাদের পিছিয়ে রেখে পরিতৃপ্তি পাবে নাকো সভ্যতার দলিল।

খেটে মরে তাঁরা গড়তে প্রকাণ্ড দালানকোঠা

ঘুসির আঘাতে মৃত্তিকা কাঁপে, মিলেনাকো জলভর্তী লোটা।

তাঁদের ঘাড়ে পা রেখে আজ মুখে মেখেছে লাদ,

নেতা, মহাজন, শিল্পপতি কেউ পড়েনি বাদ।

নোংরা সমাজের নোংরা রীতি

শ্রমিকের মনে আজ মরণভীতি।

চোর-চোর হলো মাসতুতো ভাই,

মেহনতি জনতার অধোগতি চায়।

হাড়ভাঙ্গা খাটুনি খেটেছি আজ,

ঘরে ফিরতে পেরিয়ে গেলো সাঁঝ।

দু’মুটো চাল আর খানিক সদাই,

গৃহিণীর মুখে কী তব হাসি ফুঁটবে ভাই?

মোদের হাসি কেড়ে নিয়ে ওরা হাসছে দিবানিশি,

মোদের রক্ত চুষে ওরা চাটছে মদের শিশি।

কত কেউ কাঁদলো তব চেয়ে অধিকার,

কত মায়ের আহাজারি, আকাশ বেয়ে রক্তমাখা আসার।

মরল কত নর, মরল কত নারী-

মরল কত শিশু তা জানতে নাহি পারি।

কতকাল তব কাঁটল মোদের নিপীড়িত হয়ে;

শপথ করলাম- রইব না আর সয়ে।

আঘাতের বদলে দিব দ্বিগুণ আঘাত,

তাদের মুখে ঘুসি মেরে করে দিব কাত।

শুনে রেখো শিল্পপতি, শুনো মহাজন

অধিকার এবার ছিনিয়ে নিব- এই করলাম পণ।

রক্তের স্রোতে ভাসবে সড়ক, সাক্ষী রইল অতীত।

সমস্বরে আওয়াজ তুলব, ‘শ্রমিকের ঘামই সভ্যতার ভিত।’


লেখক | সাইফ উল্লাহ