/home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে সাহিনুদ্দিন হত্যা মামলার ৬ নম্বর আসামি মো. মনির পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। পল্লবী থানার ডিউটি অফিসার এসআই আকলিমা আক্তার রোববার সকালে বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছে। এর আগে হত্যা মামলার আসামি মানিক বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন। তিনি জানান, পল্লবীর সাগুফতা হাউজিংয়ের উত্তর পাশে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাথে শনিবার রাত আড়াইটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে নিহত হন মনির। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। সাহিনুদ্দিন হত্যার ভাইরাল ভিডিওতে দেখা যায়, মনির চাপাতি দিয়ে সাহিনুদ্দিনের ঘাড়ে একের পর..."/>
কক্সবাজার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্তানের সামনে বাবাকে হত্যা, ‘বন্দুকযুদ্ধে’ আরেক আসামি নিহত

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২১

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে সাহিনুদ্দিন হত্যা মামলার ৬ নম্বর আসামি মো. মনির পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। পল্লবী থানার ডিউটি অফিসার এসআই আকলিমা আক্তার রোববার সকালে বিষয়টি জানিয়েছেন।

এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছে। এর আগে হত্যা মামলার আসামি মানিক বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।

তিনি জানান, পল্লবীর সাগুফতা হাউজিংয়ের উত্তর পাশে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাথে শনিবার রাত আড়াইটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে নিহত হন মনির।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। সাহিনুদ্দিন হত্যার ভাইরাল ভিডিওতে দেখা যায়, মনির চাপাতি দিয়ে সাহিনুদ্দিনের ঘাড়ে একের পর এক কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

এই মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ আউয়ালকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

মতামত জরিপ

আমাদের সাইট কেমন লেগেছে ?
ভোট দিন
  • এই বিভাগের সর্বশেষ