ঝিলংজা হাজীপাড়ায় বিট কর্মকর্তাকে মেরে ফেলার হুমকি

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাজী পাড়ায় ঝিলংজা বিট কর্মকর্তা আসলাম হোসেনকে মেরে ফেলার হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে।

হুমকি দাতার নাম সৈয়দুল হক পিতা গুরা মিয়া সাং হাজী পাড়া ঝিলংজা কক্সবাজার সদর।

এ বিষয়ে হুমকিদাতা সৈয়দুল হকের সাথে মুটোফোনে যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ করেননি গণমাধ্যম কর্মীদের।

অভিযোগকারী বিট কর্মকর্তা আসলাম হোসেন সাংবাদিকদের জানান ঝিলংজার হাজী পাড়ায় বন বিভাগের পাহাড় কাটার গোপন সংবাদ পেয়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে হুমকিদাতাকে পাহাড় কাটতে দেখতে পাই।সরকারী বন বিভাগের জায়গায় অবৈধভাবে পাহাড় কাটতে আমি বাধা দিলে তার হাতে থাকা কোদাল দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্য তেড়ে আসে।আমি একা থাকায় এলাকার লোকজনের সহযোগিতায় কোন রকম প্রাণ রক্ষা করে চলে আসি এবং উর্ধতন কতৃপক্ষের বরাবর বিষয়টি অবহিত করি।তাদের পরামর্শে বর্তমানে তার নামে মামলা পক্রিয়াধীন রয়েছে।

হুমকিদাতা এর পূর্বে ও সরকারী বন বিভাগের অনেক পাহাড় কেটে সমতল করে পরিবেশকে হুমকির মুখে ফেলেছে।দখলীয় জায়গা নাম দিয়ে বিভিন্ন মায়ানমারের নাগরিকদের কাছে তা বিক্রি করে দিয়েছে।

তার বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তার কাছে ও একাধিক অভিযোগ রয়েছে বলে জানান বিট কর্মকর্তা আসলাম হোসেন।