আবার আসছে বিধি-নিষেধ। তবে এবারের বিধি-নিষেধে কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। স্বাস্থ্য অধিদফতর বিধি-নিষেধ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করলেও ঘোষণা আসতে পারে এক সপ্তাহের।
তবে সবকিছুই চুড়ান্ত হবে কাল মঙ্গলবার (২ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সকাল ১১টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে। আজ সোমবার সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশ্লিষ্টরা জানান, ওই সভা থেকে বিধি-নিষেধ কতদিনের হবে সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে সিদ্ধান্ত হবে নতুন বিধি-নিষেধে কারা কারা ছাড় পাবে। সভায় ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালক অংশ নেবেন।
সম্পাদক: জাহাঙ্গীর আলম
©Vorercoxsbazar.com