চট্টগ্রামে নমুনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্ত, মৃত্যুও ছুটছেই
মোহাম্মদ আবদুল হালিম মোহাম্মদ আবদুল হালিম
বার্তা সম্পাদক
Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
চট্টগ্রামে নমুনা পরীক্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা শনাক্ত। সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা তিন হাজার পেরুতেই করোনা শনাক্ত ফের হাজার ছাড়িয়েছে। এ নিয়ে সর্বশেষ ৪৮ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হলো দুই হাজারের বেশি নমুনায়।
মঙ্গলবার (৩ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩ হাজার ৪৫০ নমুনা পরীক্ষায় ১ হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৩৫ জন নগরের এবং ৪৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
একইসময়ে মারা গেছেন ১০ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৪ জন ও উপজেলার ৬ জন।
চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৯৯৪ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৮৫ হাজার ১৪৪ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সোমবারের (২ আগস্ট) তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৭৮৬ নমুনা পরীক্ষায় ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়।
মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫৪ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৩৮ জনের।
বিআইটিআইডি ল্যাবে ৭৭৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২২৬ জনের।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৬৭ নমুনা পরীক্ষায় ১৯৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩২ নমুনা পরীক্ষায় ১০৫ জন, এন্টিজেন টেস্টে ৮১৩ নমুনা পরীক্ষায় ২৩০ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৮৬ নমুনা পরীক্ষায় ৬৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৫ নমুনা পরীক্ষায় ৩৮ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৪৮ নমুনা পরীক্ষায় ২৫ জন, মেডিকেল সেন্টারে ৪৩ নমুনা পরীক্ষায় ২৩ জন ও এপিক হেলথ কেয়ারে ২২৯ নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের ২৪টি নমুনা পরীক্ষা করে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ১৭ জন, সাতকানিয়ার ১০ জন, বাঁশখালীর ২৩ জন, আনোয়ারার ২৫ জন, চন্দনাইশের ৭ জন, পটিয়ার ৭ জন, বোয়ালখালীর ৫৯ জন, রাঙ্গুনিয়ার ৪০ জন, রাউজানের ৩০ জন, ফটিকছড়ির ৫৯ জন, হাটহাজারীর ৯৬ জন, সীতাকুণ্ডের ২৩ জন, মিরসরাইয়ের ১৭ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ২৫ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।