ঝিলংজায় বনবিভাগের অভিযানে গাছ উদ্ধার ও জমি দখলমুক্ত

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

শামশুল আলম শ্রাবণ


ঝিলংজা বন বিট কর্মকর্তা জনাব আসলাম হোসেনের নেতৃত্বে বুধবার (১৮আগস্ট) অভিযানে ঝিলংজার মেডিকেল কলেজের পেছনে জানারঘোনা নামক এলাকা হতে বন বিভাগের জায়গা হতে চোরাই ভাবে কর্তন কৃত প্রায় ২০ ফুট মত গাছ জব্দ করা হয় এবং বন বিভাগের জায়গায় অবৈধভাবে পাহাড় কেটে নির্মিত একটি ঘর উচ্ছেদ করে এক একর জমি দখলমুক্ত করা হয়েছে।

বন বিট কর্মকর্তা আসলাম হোসেন এর নেতৃত্বে আজকের অভিযানে সাথে ছিলেন অন্যান্য সহকর্মী ও সিপিজি সদস্যগণ।

এ বিষয়ে ঝিলংজা বন বিট কর্মকর্তা আসলাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানান। সেই সাথে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।