Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
ইরফান মোহাম্মদ | ভোরের কক্সবাজার
এটা নতুন কিছু নয়, এগুলো সেই অপসোনিন ফার্মাসিটিক্যালস এর ডিপোর সামনের পুকুর! কক্সবাজার শহরের টেকপাড়া চৌমুহনী থেকে মাঝেরঘাট যাওয়ার যে রাস্তা তার শুরুতেই। প্রতিদিনই এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। অপসোনিন এর দৈত্যাকার গাড়ি গুলোর কারণেই রাস্তার এই দশা।
আবাসিক এলাকার মধ্যে এতবড় ডিপোর অনুমোদন কিভাবে অপসোনিন পেলো সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে। দিন-রাত এই দৈত্যাকার গাড়ি গুলো যে গতিতে গাড়ি চালায় তাতে আবাসিক এলাকার বাসিন্দারা রীতিমত ভূমিকম্পের আতঙ্ক অনুভব করে।
রাস্তার যে করুন দশা তারা করেছে তা বলাই বাহুল্য। এরকম জনদুর্ভোগে অপসোনিন ফার্মাসিটিক্যালস এর কর্মকর্তাদের কোন ভ্রুক্ষেপই নেই।
তাদের কারণেই দুর্ভোগ, অথচ তারাই উল্টো এলাকাবাসীকে অবহেলা করছে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। এভাবে চলতে থাকলে এখানে ঘটতে পারে আরো ভয়াবহ দুর্ঘটনা। তাই আমরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।