“পথশিশুদের মাঝে সুষম খাবার ও মাক্স বিতরণ করেছে অর্ণব ককসবাজার”
মোহাম্মদ আবদুল হালিম মোহাম্মদ আবদুল হালিম
বার্তা সম্পাদক
Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারে পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া শিশুদেরকে মাক্স বিতরণ ও হাত ধৌত করার পদ্ধতি অনুশীলনের মাধ্যমে দেখানো হয়।
স্বেচ্ছাসেবী সংস্হা অর্ণব ককসবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভার নাজিরারটেক ও কুতুবদিয়া পাড়ায় প্রায় ১৫০ পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
অর্ণব ককসবাজারের প্রধান নির্বাহী মোঃ নুরুল আজিমের সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কক্সবাজার হার্ভাড ইন্টারন্যশনাল কলেজের প্রভাষক রুহুল আমিন।
তিনি বলেন, এ অঞ্চলে অনেক পথশিশু ও ঝুকিঁপূর্ণ শিশু রয়েছে, তাদের সুরক্ষার জন্য সরকারী বেসরকারী পর্যায়ে আরও বেশি সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে কোভিড-১৯ এই দুঃসময়ে শিশুরা ও অসহায় হয়ে পড়েছে। তাই তাদের দ্রুত সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
অর্ণব ককসবাজারের প্রধান নির্বাহী মোঃ নুরুল আজিম বলেন, আমরা অতীতে ও অসহায় শিশুদের পাশে ছিলাম।
বর্তমানে অসহায় শিশুদের জন্য কাজ করছি এবং সামনের দিনগুলোতে ও তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা বদ্ধ পরিকর।
এ সময় উপস্হিত ছিলেন, অর্ণব ককসবাজারের সহ সভাপতি ফাতেমা আলম, নির্বাহী সদস্য নুরুল আমিন, সদস্য সরওয়ার আলম, স্হানীয় সমাজকর্মী হেলাল উদ্দিনসহ আর ও অনেকে।