প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকারকে আরো জোরদার ভূমিকা নিতে হবেঃ সিইএইচআরডিএফ
Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
প্রেস বিজ্ঞপ্তিঃ
নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় সরকারকে আরো জোরদার ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন সিইএইচআরডিএফ প্রধান মোঃ ইলিয়াছ মিয়া।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন প্রতিবেদন ও গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধারনা করা হচ্ছে, বাংলাদেশে আদিবাসীদের অধিকার সুরক্ষায় সরকারকে আরো গুরুত্ব দিতে হবে।নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ হলে বিচারের আওতায় আনতে হবে।
পাহাড়ে নিরাপদ বসবাস নিশ্চিতকরণ, সরকারি সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।সরকারি বেসরকারি সকল সেবা তাদের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
তিনি সকল জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন,সিইএইচআরডিএফ সবসময় আদিবাসীদের অধিকার রক্ষায় এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করবে।
সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম( সিইএইচআরডিএফ) এর উদ্যোগে ১০ আগস্ট আদিবাসী উপলক্ষে এক ভার্চূয়াল আলোচনাসভা জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সমন্বয়ক (তৃণমূল) রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সেন্ট্রাল ও বিভিন্ন সার্কেলের এবং ফোরামের সমন্বয়ক, ব্যবস্থাপকবন্দ।
এতে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ’র জেনারেল ডিভিশন এর এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর খুবাইব বিন এহসান, এক্টিং ডিভিশন কো-অর্ডিনেটর(সমন্বয়) আব্দুল মান্নান রানা, এক্টিং ডিভিশন কো- অর্ডিনেটর(ব্যবস্থাপনা) সাঈদ মোহাম্মদ শুভ, এক্টিং ডিভিশন কো-অর্ডিনেটর(নিয়ন্ত্রণ) রমজান আলী ,প্রিন্সিপাল সেক্রেটারি জিহাদুল ইসলাম, সদস্য জিহাদ, আদিবাসী ফোরামের সদস্য অং রাখাইন প্রমুখ।