বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে কুতুবদিয়া ইউপির নির্বাচন সম্পন্ন; নিহত- ০১ আহত- ৫০

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

এসকে লিটন কুতুবী| ভোরের কক্সবাজার


সহিংসতা ও বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে ইউপির নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে একটানা ভোটারগণ ভোট দিয়েছে।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬ ইউনিয়নের ১১ টি ভোট কেন্দ্রে সহিংসতা ঘটনা ঘটে। তন্মধ্যে বড়ঘোপ ইউনিয়নের পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহিংসতা ঘটনায় বড়ঘোপ ইউনিয়নের গোলদার পাড়ার নৌকা প্রতীকের এজেন্ট মৃত মোঃ হোছাইনের পুত্র আবদুল হালিম (৪০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ঐ ঘটনায় হাসান আলীর পুত্র নাজিমুল হাসান (২০) মৃত নুরুচ্ছাফার পুত্র আবু শামা (৩৫) নুরুজ্জামানের পুত্র আনোয়ার আলী (৫০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্হায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়াও কাজি হেলাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোবারক(২৪) আবুল আকতার(৩১) নুরুর আফসার (৫০) সরোয়ার (৪০) সহ বিচ্ছিন্ন ঘটনায় অন্তত ৫০ জন গুরুতর আহত হয়ে কুতুবদিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আলী আকবর ডেইল ইউনিয়নে পশ্চিম তাবলরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপি পাড়া ইফাদ কিল্লা কেন্দ্র,বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজি হেলাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবদিয়া সরকারি কলেজ, কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১০টি কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত হয়েছে ৫০ জন।

তবে এবারের ইউপির নির্বাচনী আইনশৃংখলা কাজে নিয়োজিত ছিলেন দুইজন সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট, ৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৭০ জন বিজিবি, ৩০ জন র‍্যাব, ৩৬ জন কোস্ট গার্ড এবং পর্যাপ্ত আনসার নিয়োজিত ছিলেন।