মিউজিকে সফলতা অর্জন করেছেন নুরা আলম

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

নুরা আলম একজন বাংলাদেশী সংগীত শিল্পী, ০১ জানুয়ারি ১৯৯৮ সালে নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলায় জন্মগ্রহন করেন। তার পিতার নাম আব্দুল লতিফ মাতার নাম মিনা বেগম। তিনি মিউজিক এর পাশাপাশি অনলাইনে উদ্দোক্তা হয়ে উঠেন। তার ফেসবুক ভেরিফাইড আইডির নাম Nura Alam, এছাড়াও তার ইউটিউব চ্যানেলে রয়েছে।

প্রাথমিক জীবন: নুরা আলম ছোটবেলা থেকেই ইন্টারনেটে গাটাগাটি করতেন এবং নিজেই গজল গাইতেন এবং তা বিভিন্ন সোস্যাল মিডিয়া প্রকাশও পেয়েছে। তার গাওয়া এ বছরের সেরা গজল Namazbihin এল্যাবাম ইউটিউব স্পটিফাই আমাজন মিউজিক, গুগল মিউজিকসহ জনপ্রিয় মাধ্যম গুলোতে রিলিজ হয়েছে।

ক্যারিয়ারঃ নুরা আলম অনলাইন উদোক্তা হয়ে নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়েছেন তিনি বলেন যে কেউ অনলাইনে কাজ করতে পারবে যদি তার আগ্রহ থাকে