ইয়াবা বাহকের আরেক নাম রোহিঙ্গা কিশোর “আমিন” ওরফে জিবু

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

কক্সবাজার থেকে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচারে রোহিঙ্গাদের ব্যবহার বাড়ছে জ্যামিতিক হারে। অল্প পরিশ্রমে বেশি টাকা পাওয়ায় রোহিঙ্গা নারী-পুরুষরা ইয়াবা পাচারে ঝুঁকছে দিন দিন। অনেকে এবার এটিকে শৌখিন পেশা হিসেবেও নিচ্ছে। দারিদ্র্যের সুযোগে শরণার্থী ক্যাম্পের মাঝিদের মাধ্যমে ইয়াবা পাচারে প্রলুব্ধ করা হচ্ছে রোহিঙ্গাদের।

আমিন ওরফে জিবু, পিতা: একরাম খাঁ। জিবু বেশভূষায় একজন বাংলাদেশি নাগরিকের মতই; দেখে চেনার উপায় নাই সে রোহিঙ্গা কিশোর। উখিয়া কুতুপালং লম্বাশিয়া ২নাম্বার ব্লকে স্বপরিবারে বসবাস করে আসছে। ওখান থেকে জড়িয়ে পড়ে ইয়াবা পাচার সিণ্ডিকেটে।
প্রশাসনের চোখে ফাকি দিয়ে প্রতিদিন কক্সবাজার, চট্রগ্রামসহ বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার যাচ্ছে।

সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়লেও কোনো এক অদৃশ্য শক্তির ছত্রছায়ায় ছাড়া পেয়ে যায়। কিন্তু থেমে নেই ইয়াবা পাচার। এবং রোহিঙ্গা কিশোর গ্যাং’এর সাথেও রয়েছে তার আনাগোনা।

সচেতনমহলের দাবি অবিলম্বে গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনা হউক।