মাতৃভাষা দিবসে এন্টি ড্রাগ স্পোর্টিং ক্লাব’র”ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন”

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্নে এন্টি ড্রাগ স্পোর্টিং ক্লাব’র আয়োজনে মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় “ফ্রি ব্লাড ডোনেটিং ক্যাম্পেইন’২২” অনুষ্ঠিত হয়।

‌এন্টি ড্রাগ স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব
আব্দুল্লাহ বিন সি‌দ্দিক সঞ্চালনায় সংগঠনের সহ পরিচালক হাবীবুর রহমান তৌ‌হিদ’র সভাপ‌তিত্বে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্পেইনে ৩শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ‌ন্টি ড্রাগ স্পো‌টিং ক্লাব উপ‌দেষ্টা রিয়াজ মো: শাকিল।
received 1567958676923691

ক্যাম্পেইন উ‌দ্ভোধন করেন -মুনতাহা ইন্টার‌ন‌্যাশনাল’র সত্ত্বা‌ধিকারী মোর‌শেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সংগঠনটির পরিচালক ছানাউল্লাহ উপদেষ্টা ‌দে‌লোয়ার হো‌সেন ও মাদান‌ী।

তারা বলেন – নিয়মিত রক্তদান করা অবশ্যই জরুরি, এক ব্যাগ রক্ত ৩জনের মানুষের জীবন বাঁচতে পারেন। এক্সিডেন্ট বা অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে মূল্যবান রক্তের গ্রুপটি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যান্য অতিথিরা বলেন- অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও অনেকেই আছেন তার রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্নয় ও তাদের কে রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী ফ্রী ব্লাড গ্রুপিং কার্যক্রম হাতে নেওয়া হয়।