ইউক্রেনে ৬ সাংবাদিক নিহত, আহত ৮: পিইসি

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২২
ফাইল ছবি: রয়টার্স

Warning: Undefined array key "mode" in /home/vorercoxb/public_html/wp-content/plugins/sitespeaker-widget/sitespeaker.php on line 13
print news

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি) জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় ছয় সাংবাদিক নিহত ও আটজন আহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পিইসি জানিয়েছে, বেশ কয়েকটি ঘটনায় সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। কেউ রকেট হামলায় কেউবা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন কিয়েভের কাছের শহর ইরপিনে যুদ্ধের সংবাদ সংগ্রহের সময়।

পিইসি বলছে, দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনী দুই সাংবাদিককে অপহরণ করেছে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলায় যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেভস্কি ও সাংবাদিক ওলেক্সান্দ্রা কুভশিনোভা নিহত হন। এর আগে গত গত ১৩ মার্চ কিয়েভের কাছের শহর ইরপিনে গুলিবিদ্ধ হয়ে মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনড (৫২) নিহত হন।